চিরসবুজ বনের পাখি সবুজ ঘুঘু
সৌরভ মাহমুদ
‘এখানে ঘুঘুর ডাকে অপরাহ্নে
শান্তি আসে মানুষের মনে;’
−জীবনানন্দ দাশ
নব্বইয়ের দশকে বরিশালের শায়েস্তাবাদের হবিনগরে নির্জন এক বাঁশঝাড়ের তলায় সবুজ রঙের সুন্দর একটি পাখি দেখেছিলাম। মাটি থেকে ঠুকরিয়ে খাবার খাচ্ছিল পাখিটি। গত পনেরো বছরে পাখিটিকে গ্রাম-গঞ্জের কোনো বনে দেখিনি। গ্রামের ঝোপঝাড় নির্মূল হওয়ায় সবুজ ঘুঘুকে গ্রামে দেখা যায় না। কাপ্তাই, লাউয়াছড়া অরণ্যে গিয়ে বহু বছর পর সবুজ ঘুঘুর দেখা পাই।
আমাদের দেশে যত ধরনের ঘুঘু দেখা যায়, তার মধ্যে সবুজ ঘুঘু (Chalcophaps indica) সবচেয়ে সুন্দর। ছায়াঘেরা বনের নির্জন জায়গায় খুব সকালে ও বেলা শেষের দিকে খাবার খুঁজে বেড়ায়। বাকি সময় বৃক্ষডালে বসেই সময় কাটায়। কোনো রকম টা-টু শব্দ পেলেই দ্রুতবেগে উড়ে যায়। পাখিটির ডানা ও পিঠের পালক সবুজ, ঠোঁট লাল। কপাল সাদা, মাথা ছাই রঙের, লেজ কালচে। গ্রীষ্মে দুজনে মিলে ঝোপঝাড়ে বাসা বাঁধে।
প্রথম আলো, ২৭ অক্টোবর, ২০০৮
3 comments:
hi! khub valo laglo....:)
GOOD ONE NICE..
my father once hunt a lot, it called BotKowal in Chandpur area. this pix is not of it.
Post a Comment