Thursday, May 15, 2008

সাত ভাই নাকি সাত বহিন

সাত ভাই নাকি সাত বহিন

বিপ্রদাশ বড়ুয়া

ওকে দেখেছিলাম ২০০৬ সালে ঢাকার বৃক্ষমেলায়। একজোড়া ছিল, তাই খুব ধন্দে পড়েছিলাম এক সঙ্গে সাতটা না দেখে। ...তখন মনে হল স্টলের চালের ওপরে ছাতারের ডাক শুনলাম। ছতারে সাধারণত ছয় সাতটার দলে থাকে আর যে কোন সময় হঠাৎ মেজাজ বিগড়ে গিয়ে চেঁচামেচি, কিচিকিচি, ক্যাচম্যাচ করবে। যেন ঝগড়া লেগে গেছে, আর থামতে চায় না। কিছুক্ষণ পর আবার সব শান্ত। এই হল ছাতারে পাখির পরিচিত স্বভাব।...

এই আমাদের ছাতারে, ছাতারিয়া বা সাত ভাই। ইংরেজিতে সেভেন সিস্টার্স, হিন্দিতে সাত বহিন, ঘোঙ্গগাই, কাচবাচিয়া, ফিঙ্গিয়া ময়না। বৈজ্ঞানিক নাম টাউয়িডেস স্ট্রাইয়াটাস। লম্বায় ১০ ইঞ্চি, শালিকের মতোই; তবে আকারে একটু বড়। স্ত্রী-পুরুষ একই রকম দেখতে, তফাৎ করা যায় নঅ। পিঠের সব পালক মলিন ধুলোমাটি বা ফিকে কটা কিংবা ছেয়ে রং। কিছু কিছু পালকের রং গাঢ়। লেজ চওড়া ও লম্বাটে, প্রায় ডানার মাপের। পালকগুলো যেন ঢিলেঢালা, কোনমতে লেগে আছে, ডানা ছোট বলে এবং প্রায় লেজের সমান বলে ভালো উড়তে পারে না। অল্প দূরে এ গাছ থেকে ওগাছে পরপর দলের সবাই একে একে উড়ে যাওয়াটা এদের চারিত্র্য। মাটিতে নামবে লোকজন বা প্রাণী আশেপাশে না থাকলে, নিরাপদ মনে করলে। তখন প্রত্যেকটি পাতার নিচে খুঁজবে কোথায় পোকা লুকিয়ে আছে। আর তারা মৃদুস্বরে পরস্পরে কলরব বা ঐকতান করেই চলে।...

ছাতারের বাসায় পাপিয়া, চাতক (বা কোলা বুলবুল), গোলা কোকিল (বা ঝুটিদার পাপিয়া, ইংরেজিতে পায়েড ক্রেস্টেড কুক্কু) ডিম পেড়ে যায়। খায় পোকা ও ছোট ফল। দলবদ্ধ হয়ে থাকে বলে এবং বেজায় চেঁচামেচি করে বলে অন্য পাখিরা এদের আক্রমণ করে সুবিধা করতে পারে নঅ। পাপিয়া ও চাতককে দেখলে একদম ক্ষেপে যায়, তখন পাপিয়া পালিয়ে গেলেও পরে সুযোগ বুঝে অল্পক্ষণের মধ্যে ডিম পেড়ে যায়, ছাতারে বুঝতেই পারে নঅ। ডিম দেয় মার্চ থেকে সেপ্টেম্বরে।

ছবি: বিপ্রদাশ বড়ুয়া

সংগ্রহ করা হয়েছে: সমকাল, ৩০ এপ্রিল ২০০৮

0 comments:

Post a Comment

http://bdbird.blogspot.com